মাহে রমজান / মোঃ সৈয়দুল ইসলাম

মাহে রমজান

মোঃ সৈয়দুল ইসলাম
একটি বছর ঘুরে এলো
মাহে রমজান,
সেহরি খাবো ইফতার করবো
থাকবে তাজা প্রাণ।
পড়বো কোরআন পড়বো নামাজ
গাইবো প্রভুর গান,
পবিত্র এই রমজান মাসে
করবো বেশি দান।
দমে দমে তাওবা করে
চলবো দিবা রাত,
দুহাত তুলে অশ্রুজলে
করবো মোনাজাত।
ঠিকানা: হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ। মোবাইল-০১৭২৮১০৬২৯২

Leave a Reply

Developed by