কবি সাবিনা ইয়াসমিন -এর একটি প্রতিবাদী কবিতা

ভিটে

সাবিনা ইয়াসমিন

শাসক তোমার রক্তচক্ষুকে, মোটেই আমরা ডরাই না,

ভয় দেখিয়ে আর আমাদের চুপ করাতে পারবে না।

যতই তুমি আঘাত হানো, যতই করো অত্যাচার

রুদ্ধ মোদের কন্ঠ তুমি, আর করতে পারবে না!

চেষ্টা তো করেছিলো মুসোলিনি – জার-হিটলার….

ইতিহাস আজ সাক্ষী আছে, শেষে জিত হলো কার!

তাই শাসক, নিঃসাড় তোমার আস্ফালন – মিথ্যা তোমার অহংকার….

দেশ আমাদের রক্তে আছে, আমরা এই দেশেরই সন্তান…!

যতই বলো ‘ঘুসপেটি’ যতই পাঠাও পাকিস্তান….!!

এক ইঞ্চিও ছাড়বোনা জমি, আমরা এই দেশেরই সাচ্চা মুসলমান….!!!

Leave a Reply

Developed by