শুভায়ুর রহমান -এর একটি কবিতা ‘দেহ, মন নাকি ছাই’

দেহ, মন নাকি ছাই

শুভায়ুর রহমান

এক একটি সেকেন্ড নয়,সময় নয়,যেন যুগ যুগ,শত শত বছর,

সব কথা, কথা নয়,সব মুহুর্ত, মুহুর্ত নয় , সব চাওয়া পাওয়া আর চাওয়া পাওয়াতে আটকে নেই।

চাপা পড়েগেছে হৃদয়ের ভগ্ন স্তূপে,কোষে কোষে জীবন্ত জীবাশ্ম।

গ্রামের শ্রমিক মাটি খুঁড়তে প্রথম আবিষ্কার,

শহরের প্রত্নবিদ দেখেই বলেছে,এই নির্দেশন ভয়ানক,

বুকের ভিতরে রক্তে কি যেন একটা ভেসে আছে গোলাপের মতো,

স্পষ্টই ঠোঁটের লিপস্টিকের রঙ।

গোটা পৃথিবীপতি নেমে এসেছে তার আগ্নেয় লাভা নিয়ে,

দুটো দাঁত নাকি আগ্নেয়াস্ত্র বস্তুত:।

জীবাশ্ম আগলে রাখছি একটু একটু

আমাকে বসিয়ে রেখে আত্মগোপন করে আছে অভিসার  কোথাও।

যা কিছু, সেসব ধার দেওয়ার নয়,

যা কিছু কোন মূল্যবান ভাব অনুচিত।

সব কিছু কয়লা,আগুনে আগুনে হাড় রক্ত মাংস পোড়া ছাই!

Leave a Reply

Developed by