আয়রে আয় / মোঃ সৈয়দুল ইসলাম 

আয়রে আয়

মোঃ সৈয়দুল ইসলাম 
আয়রে আয় নাদিয়া
ডাকে তোরে সাদিয়া,
যাবে নানার বাড়ি
চড়ে ঘোড়ার গাড়ি।
আয়রে আয় লামিয়া
ডাকে তোরে সামিয়া,
ফুলগুলো তুলতে
নাগরদোলায় দুলতে।
আয়রে আয় বৃষ্টি
ডাকে তোরে মিষ্টি,
ময়লাটা ফেলতে
কানামাছি খেলতে।
আয়রে আয় ফুলি
ডাকে তোরে তুলি,
মাছগুলো কাটতে,
পেঁয়াজ রসুন বাটতে।
আয়রে আয় ডায়না
ডাকে তোরে চায়না,
বই নিয়ে পড়তে
জিবনটা গড়তে।
ঠিকানা: হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ। মোবাইল-০১৭২৮১০৬২৯২
তারিখ: ২৬/০৪/২০২৪

Leave a Reply

Developed by