কবি আসরাফ আলী সেখের একটি কবিতা “আমি চাই না”

আমি চাই না

কবিঃ আসরাফ আলী সেখ

আমি চাই না ,
পৃথিবী নিরোগ হোক ,

আমি চাই না
শান্তির বাতাস নেমে আসুক,

আমি চাই না
ভূমিকম্প থেমে যাক ,

আমি চাই না,
মেঘ সরে যাক

আমি চাই না
সমুদ্রের গর্জন থেমে যাক ,

আমি চাই না
সব কোলাহল থেমে যাক,

আমি চাই না
মানুষের জয়যাত্রা থেমে যাক,

ভূমিকম্প থেমে গেলে
কে শেখাবে কম্পন,
মেঘ সরে গেলে আলোর কিবা প্রয়োজন,
ঢেউ থেমে গেলে গতির কিবা প্রয়োজন ,
রোগ সেরে গেলে ঔষধের কিবা প্রয়োজন,
কোলাহল থেমে গেলে আমার কিবা প্রয়োজন।

Leave a Reply

Developed by